What is love??????????????
ভালোবাসা কোন সস্তা জিনিস না ..........!!
কয়েক বার I Love you বললেই ভালোবাসা হয় না ...
জানু, বেবি" - সম্বোধন করলেই বুঝা যায় না সে
আসলেই তোমাকে ভালোবাসে কিনা !!
ভালোবাসতে "CARE" লাগে ... ভালোবাসতে "SHARE" লাগে !!
তোমাকে যে আসলেই ভালোবাসে, সে তার দিনের প্রতিটা মূহুর্তের কথা তোমার সাথে
SHARE না করে পারবে না ...
তার ভেতর খচ খচ করতে থাকবে কথাগুলো বলার জন্য সে উশখুশ করতে থাকবে ।
সবকিছু না বলা পর্যন্ত, সবকিছু না SHARE করা পর্যন্ত সে একদম শান্তি পাবে না !!
তোমাকে যে আসলেই ভালোবাসে, সে তোমার দিনের প্রতিটা মূহুর্তে তোমার CARE না করে পারবে না । সকালে ঘুম ভাঙতেই বালিশের নিচ থেকে
মোবাইলটা হাতড়ে বের করে সে তোমার
খোঁজ নিবে ...
ক্লাসের ফাঁকে, কাজের ফাঁকে হঠাৎ
তার মনে হবে ,আচ্ছা ও কি করতেছে এখন ?
দুপুরের খাবারটা মুখে তোলার আগে সে
জিজ্ঞেস করবে তুমি খেয়েছো কিনা ...
সে ব্যস্ততার অজুহাত দেখাবে না ... বরং সে তোমার CARE নিতেই ব্যস্ত থাকবে !!
তোমাকে সত্যি সত্যি হাসাবে, এবং তোমাকে সত্যি সত্যি কাঁদাবে ...
ভালোবাসা খুব কঠিন না ... বরং ভালোবাসার মর্ম বুঝে এরকম মানুষ পাওয়াটাই বড্ড
বেশি কঠিন......!!!


কোন মন্তব্য নেই