ভালোবাসার মানুষটিকে সম্মান করতে শিখুন।


সম্পর্কের মানেটা কি?
শুধু রাত দিন ফোনে কথা বলা,রাত জেগে এসএমএস করা,রুম খালি বা বাসা খালি আছে কিনা এইসব?এগুলো ভালোবাসা না এগুলো মোহ। ভালোবাসা সেটাকে বলে যেটা দেখতে হয় না, একসাথে থাকতে হয় না,শত শত মাইল দুরে থেকে কথা না বলেও ভালোবাসার মানুষটিকে অনুভব করা যায়। একটা সময় আসে ছেলে মেয়েদের প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে তখন সবকিছুই ভালো লাগে চোখে। সুন্দর ছেলে মেয়ে দেখলেই তার সাথে প্রেম করতে ইচ্ছে করে। সেটাকে আসলে প্রেম বলা যায় না এগুলো কামনা, বাসনা,চোখের হ্মুধা। একটা সময় এই মোহ টা কেটে যায়। সুন্দর মেয়ে দেখলেই বা সু্ন্দর ছেলে দেখলেই যেটা আসে সেটা ভালো লাগা। এই ভালো লাগা থেকে কখনো সম্পর্কে জড়ানো উচিত না। কারন একটা সময় সুন্দর মানুষটিকে আর সুন্দর লাগবে না। কারন কোনো সৌন্দর্যই কাছ থেকে দেখতে সুন্দর লাগে না। একটা সময় কামনা বাসনা আর আপনার জাগবে না তখন যেটার প্রয়োজন পড়বে সেটা হলো ভালোবাসা। চোখের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কাউকে কাছে পাওয়ার ইচ্ছেটা অবশ্যই ভালোবাসা না। যদি এমনি হতো তাহলে কোনো বৃদ্ধ তার বৃদ্ধা স্ত্রীকে ভালোবাসতো না। হ্যা একটা বয়স আসে সবার জীবনে যখন কামনা বাসনা জাগে সবার মনে,চোখের সৌন্দর্যে সম্পর্কে জড়িয়ে যেতে ইচ্ছে করে। সেইসময় নিজেকে আগলে রাখাটাই আসল পুরুষত্ব। বর্তমান সময়ের রিলেশন গুলোতে তাই এখন সম্পর্কের ভাঙনটা বেশি দেখা যায়। আগে সম্পর্কের মানে বুঝতে শিখুন তারপর সম্পর্কে জড়ান। কারও ইমোশন নিয়ে খেলার অধিকার আপনার নেই কারও নেই। চোখের হ্মুধা মেটানোর জন্য সম্পর্কে জড়িয়ে কারও আবেগ নিয়ে খেলার থেকে পতিতাদের সাথে প্রেম করাটাই আপনার জন্য শ্রেয়।আপনি যাকে ভালোবাসবেন তার সাথে সারাটাজীবন কাটাতে ইচ্ছে করবে হ্মনিকের মুহুর্ত না।
সম্পর্কে জড়ানোর আগে বুঝতে শিখুন এর মানেটা। আগে ভালোবাসার মানুষটিকে সম্মান করতে শিখুন।
#ibrahim

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.