চোখের পানিতে বালিশ ভিজাচ্ছেন??????????


-আপনি যখন রাত ১২টায় চোখের পানিতে বালিশ ভিজাচ্ছেন তখন হয়তো সে অন্য কারো সাথে ফোনালাপে ব্যস্ত।।
আর আপনি ভাবছেন সেও নিশ্চয়ই আপনাকে ছাড়া ভালো নেই
- যখন কাঁদতে কাঁদতে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তখন আপনার প্রিয় মানুষটি ফোনালাপে হাসতে হাসতে নিঃশ্বাস নেয়ার সময় পাচ্ছেনা।।
আর আপনি ভাবছেন, হয়তো সেও আপনার কথা ভেবে কাঁদছে।
আসলে সে মজে আছে অন্য কারো মধ্যে।।
-যখন আপনি ২/১ বছর আগে ঘটে যাওয়া মধুর স্মৃতি গুলো চারণ করছেন, সেই একই মুহূর্তে সে অন্য কারো সাথে মধুর স্মৃতি তৈরী করতে ব্যস্ত!
- যার জন্য আপনি নামাযের মোনাজাতে কাঁদছেন, বিশ্বাস করুন সে অন্য কারো অনুরোধে নামায পড়তে যায়।।
- যার জন্য আপনি আনমনা, সে অন্য কারো কথা ভেবে আনমনা...!!!

কেউ থেমে নেই। যে চলে গেছে, সে ভালো থাকার জন্যেই গেছে।। খারাপ থাকবে জানলে সে যেতো না। সবাই "বড় ছেলে " নাটকের অপূর্ব হয় না।।
আপনার জন্য যদি তার মন না কাঁদে তবে ভেবে নিবেন অন্য কেউ তাকে হাসাচ্ছে। প্রচন্ড আনন্দে সে আপনার কথা ভুলে গেছে।।
রাতের বেলা বালিশ ভিজালে সে দেখবে না বরং কাঁদতে কাঁদতে আপনিই অসুস্থ হয়ে পড়বেন।।
কাউকে সত্যি ভালোবাসলে নামাযের মোনাজাতে তাকে চান। আপনার জন্যে সেটা ভালো হলে অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকে সেটা দিবেন।।
#IBRAHIM
চোখের পানি বালিশে না ঢেলে মোনাজাতের সময় হাতে ঝরান। সৃষ্টিকর্তা অবশ্যই উত্তম প্রতিদান দিবেন।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.