সোনালি প্রভাত


সোনালি প্রভাত
শারমিন সুলতানা রীনা

মনটা আমার হয় যে কখন
রঙিন সুতোর ঘুড়ি
সুতোয় বাঁধা জীবন তবু
ইচ্ছে মতো উড়ি।

পাখি হয়ে গলা ছেড়ে
গাই যে কখন গান
ফুল হয়ে যাই প্রকৃতিতে
ছড়িয়ে দেই ঘ্রাণ।

ইচ্ছে হলেই পড়তে বসি
ছন্দ তালের বই
নদীর উত্তাল ঢেউয়ের সাথে
মনের কথা কই।

চাঁদ হয়ে যাই জোছনা রাতে
রঙিন করি রাত
ঘুম ভাঙাতে হই যে আবার
সোনালি প্রভাত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.