সর্ষে ফুলে


সর্ষে ফুলে
নূর মোহাম্মদ দীন

সর্ষে ফুলে
হেলেদুলে
নাচে প্রজাপতি,
মৌমাছি গুনগুনা গুন
মধুর সেনাপতি।

সর্ষে ফুলে
খোপায় তুলে
গাঁয়ের রূপবতী,
ক্ষেতের আলে হেঁটে যায়
মিষ্টি ইরাবতী।

সর্ষে ফুলে
আকাশ খুলে
বসে রোদের মেলা,
সর্ষে ফুলের হলুদ মাঠ
যায় রে দেখে বেলা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.