মন ছুটে যায় লিয়ন আজাদ মন ছুটে যায় দূর পাহাড়ে সাগর নদী বনে, মন যে হারায় পাল্লা মাঝির ভাটিয়ালি গানে। ইচ্ছে করে চাঁদনি রাতে আকাশ পানে ছুটে, চন্দ্র তারার মিষ্টি আদর একাই নেই লুটে । ইচ্ছে করে মেঠো পথে হাঁটি খালি পায়ে, ইচ্ছে করে উঠতে আমার সুজন মাঝির নাঁয়ে।
কোন মন্তব্য নেই