লাল সবুজের দেশ শামীম হাসনাইন ভোরের লাল সূর্য জাগায় সবুজ তৃণভূমি লাল সবুজের বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা মায়ের হৃদয় জুড়ে ধান-ফসলের হাসি উঁকি দেয় এসে মনগহিনে স্বপ্ন রাশি রাশি। বিজয় আমার মনের ঘরে খুশির ঝরনাধারা সন্ধ্যারাতে আকাশপাড়ায় উজ্জ্বল ধ্রুবতারা।
কোন মন্তব্য নেই