শীতের সকাল



শীতের সকাল
রুনা তাসমিনা


শীতের সকাল মেঘ রোদ্দুর
শিশির ধোয়া ঘাস
ঝলমলে রোদ ঘাসের বনে
মুক্তা হিরার চাষ।

হিমেল হাওয়া শনশনিয়ে
শিমের পাতার ফাঁকে
তিড়িং বিড়িং ফড়িং নাচে
মিষ্টি সকাল আঁকে।

ফড়িং নাচে যায় ভেঙ্গে যায়
খোকা খুকুর ঘুম
মায়ের হাতে পুলি পিঠা
লাগলো খাওয়ার ধুম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.