খোকন কেন ঘুমে শেখ সাইফুল্লাহ রুমী আলসে খোকন ঘুমে এখন নকশি কাঁথার উমে যাচ্ছে সবে ইশকুলে আজ খোকন কেন ঘুমে? ঘুম থেকে আজ ওঠ না খোকন মা যে তোরে ডাকে দোয়েল শ্যামা গান ধরেছে সবুজ পাতার ফাঁকে। সূর্যি মামা ডাকছে তোরে আলোর ঝিলিক দিয়ে নতুন ধানের খই ভেজেছি খাব তোকে নিয়ে।
কোন মন্তব্য নেই