আলোর বন্যায় ভাসে আলম তালুকদার তারা, কোথায় থাকে দেখতে গেলাম তাকে দেখি আকাশ ফাঁকে ঝুলছে ঝাঁকে ঝাঁকে। একটা তারা পাকে ছোট্ট খোকার ডাকে ধরায় নেমে আসে ছোট্ট বাবুর পাশে দুজন হাসলে গোটা বাসা আলোর বন্যায় ভাসে।
কোন মন্তব্য নেই