(ছলনাময়ী

ছলনাময়ী

আজ তাকে দেখলাম,
অন্যজনের সাথে ।।
এলোমেলো চুল সরাতে,
তার হাসিমাখা মুখ-
জানিয়ে দেয়, সে খুব সুখে আছে ।।
একবারো সে ফিরে তাকালো না,
আমি আজ তার কাছে...
ভীষন অচেনা ।।

"ভালোবাসা" বলে কিছুই নেই...
সবটাই বানানো কথা...
সেই তো টাকা জিতবেই...
তুমি পাবে মিছে ব্যথা ।।

ন্যাকামির এই খেলা শেষ হবে না,
তাই আজ সে অন্য কারো...
চলতে থাকে তার নাটুকেপনা,
মিথ্যে প্রেম কি জিতবে আবারো ?!

তোর জন্য আজ আমি কবিতা লিখি...
তোর ঠোঁট কাঁপানো মিথ্যে সাজাই...
গল্পের শেষে মৃত আমি ।।

আমায় দেখে এড়িয়ে যাস...
আজ আমি কেউ না তোর,
কিছুদিন আগেও ছিলাম প্রিয়জন...
অন্য শরীর আজ রাখে তোর খবর ।।
#ইব্রাহিম খালিল

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.