প্রজাপতি
প্রজাপতি
রংবেরঙের প্রজাপতি
করছে ওড়াউড়ি
চতুর্দিকে তিড়িংবিড়িং
খেলছে লুকোচুরি।
এদিক সেদিক ঘুরে ঘুরে
কাটায় নেচে খেলে
ধরতে গেলে ফাঁকি দিয়ে
পালায় ডানা মেলে।
মধুর খোঁজে পুষ্প শাখে
যাচ্ছে ছুটে দূরে
পরীর মতো প্রজাপতি
বেড়ায় শুধু উড়ে।
কোন মন্তব্য নেই