'শ্রাবন আসেনি"
শ্রাবন আসেনি"
এখনো শ্রাবন আসেনি
তবু কেন দুচোখের কোনে জল
কেন বয়ছে অশ্রুধারা
এই বুকের মাঝে কেনো হল সাগর
বয়ে চলে দিশেহারা!!!
এই ঝিরি ঝিরি বৃষ্টি,
হল কি অনাসৃষ্টি
ভিজে গেলো বকুল মালা
এই বৃষ্টিতে কেনো মনে হয়
হিয়ার মাঝে অগ্নিযালা!!
মেঘ হয়ে কেউ এসেছিল এই আধার রাতে
আল্তো ছোয়ার বৃষ্টি হয়ে ঝরে গেল অঝোর ধারাতে
এই মনে উঠল যখন ঝর
কোথায় গেলো সে হারাতে????
আকাশ কাঁদছে কেন,আমারি মনের মত
তার কি বিরহ যালা
অসময়ে তারো কি কেউ নিয়েছে বিদায়
খেলে নিঠুর ভালবাসার খেলা!!!!
এই বেদনার গান শুনবে নাতো কেউ
বুকের মাঝে বয়ছে কি বেদনার ঢেউ
এই বৃষ্টিতে বেশী চলছি
শুকনো পাতার মত যেদিক চলে জলধারা!!!
এখনো শ্রাবন আসেনি
তবু কেন দুচোখের কোনে জল
কেন বয়ছে অশ্রুধারা
এই বুকের মাঝে কেনো হল সাগর
বয়ে চলে দিশেহারা!!!
এই ঝিরি ঝিরি বৃষ্টি,
হল কি অনাসৃষ্টি
ভিজে গেলো বকুল মালা
এই বৃষ্টিতে কেনো মনে হয়
হিয়ার মাঝে অগ্নিযালা!!
মেঘ হয়ে কেউ এসেছিল এই আধার রাতে
আল্তো ছোয়ার বৃষ্টি হয়ে ঝরে গেল অঝোর ধারাতে
এই মনে উঠল যখন ঝর
কোথায় গেলো সে হারাতে????
আকাশ কাঁদছে কেন,আমারি মনের মত
তার কি বিরহ যালা
অসময়ে তারো কি কেউ নিয়েছে বিদায়
খেলে নিঠুর ভালবাসার খেলা!!!!
এই বেদনার গান শুনবে নাতো কেউ
বুকের মাঝে বয়ছে কি বেদনার ঢেউ
এই বৃষ্টিতে বেশী চলছি
শুকনো পাতার মত যেদিক চলে জলধারা!!!
কোন মন্তব্য নেই