113-সূরা আল ফালাক/IBRAHIMK061.BLOGSPOT.COM
113) সূরা ফালাক্ব - Surah Al-Falaq (মদীনায় অবতীর্ণ - Ayah 5)
بِسْمِ اللّهِ
الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
(1
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
ক্বুল আ‘ঊযু বিরাব্বিল ফালাক্ব।
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
(2
مِن شَرِّ مَا خَلَقَ
মীণ শার-রি মা- খালাক্ব।
তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,
(3
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
ওয়া মিন্ শার-রি গা-ছিক্কিন ইযা- ওয়াক্বাব।
অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
(4
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
ওয়া মিন্ শার-রিন নাফ্ফা-ছা-তি ফিল্ ‘উক্বাদ্।
গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে
জাদুকারিনীদের অনিষ্ট থেকে
(5
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
ওয়া মিন্ শার-রি হা-ছিদিন্ ইযা- হাসাদ্
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
DOWNLOAD :
PDF : CLICK FOR DOWNLOAD
VIDEO: CLICK FOR DOWNLOAD
WWW.IBRAHIMK061.BLOGSPOT.COM IBRAHIM KHALIL


কোন মন্তব্য নেই