বিক্রেতাকে সাতটি হাজার
টাকা দিলাম গাঁট থেকে
ছাগল নিয়ে যাচ্ছি বাড়ি
একা একা হাট থেকে।
কত্ত হলো? প্রশ্ন আসে
পাশের দোকানপাট থেকে
বউ-ঝিয়েদের প্রশ্ন একই
পাশের পুকুরঘাট থেকে।
হাঁটতে থাকি, কত্ত হলো?
বন্ধুরা কয়, মাঠ থেকে
প্রশ্নবাণে ঘুমের ভেতর
পড়েই গেলাম খাট থেকে।
কোন মন্তব্য নেই