রেখে গেলে নখের আচড় বুকের আশপাশে

রেখে গেলে নখের আচড়
বুকের আশপাশে,
রেখে যাওয়া অনেক কথা
 মনে জমা আছে,
 রেখে গেলে আদর বেলায় কাচের চুড়ি,
রেখে যাওয়া আগুনে আজ একাই আমি পুড়ি
 আমার সাথে ঘুমিয়ে থাকার করে দিয়ে ইতি,
যাবার সময় রেখে গেলে অনেক গুলো স্মৃতি ।
তুমি হারিয়ে গেছ তাতে কি?
তোমার মাঝে আমি এখনো আছি,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.