শরতের আগমন

                 শরতের আগমন
                   মকবুল হামিদ

শরৎকালে কাশফুলেরা
Image result for shorot kal

হাওয়ায় করে খেলা,
নীল আকাশে এদিক ওদিক
ভাসছে মেঘের ভেলা।

শরৎকালের প্রকৃতিটা
নীরব থাকে রোজ,
ভোমর এসে ফুলে ফুলে
করছে মধু খোঁজ।


শরৎকালে তাল যে পাকে
পানি করে থৈ,
মাঝে মাঝে অবাক চোখে
তাকিয়ে যে রই।

শরৎকালের আগমনে
ফুল-পাখিরা সব,
উড়ে উড়ে মিষ্টি ভাষায়
করছে কলরব।
BD PROTIDIN

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.