ধানের খেতে বান
ধানের খেতে বান
জুবায়ের জসিম
বানের জলে যাচ্ছে ভেসে
খোকার প্রিয় বই
অশ্রু চোখে তাকিয়ে দেখে
ভাসিয়ে নিচ্ছে কই
মা বলে না মজার ছড়া
ঘুম পাড়ানি গান
বাবার চোখে অশ্রুঝরে
ধানের খেতে বান।
খোকার মনে প্রশ্ন জাগে
মান হয়েছে মুখে
এমন কেন বন্যা আসে
এই বাংলার বুকে?
BD PROTIDIN

কোন মন্তব্য নেই