শরৎ এলো নীড়ে বাসুদেব খাস্তগীর শুভ্র সাদা কাশের সারি নদীর কূলে কূলে, দেখে তো মন যায় হারিয়ে হাওয়ায় যখন দুলে। পশ্চিমেতে সাদা মেঘের লুকোচুরি খেলায়, নদীর জলে ঢেউয়ের তালে ছুটছে যেন ভেলায়। পাল তোলা নাও যায় উজানে নদীর বুকটি ছিঁড়ে, এমনি সব দৃশ্য বলে শরৎ এলো নীড়ে। BD PROTIDIN
কোন মন্তব্য নেই