বিধ্বস্ত আত্মা- Devastated Souls

বিধ্বস্ত আত্মা- Devastated Souls
-
আসিফ চৌধুরী

সময় যাচ্ছে, দিন ফুরাচ্ছে,
বাড়ছে বয়স, হচ্ছি বুড়ো,
ডাকছে মোরে কর্কশ সুরে অমায়িক মৃত্যু।
ভাঙ্গবে নিয়ম ছিলো যতসব এই ভবে,
আসবে মুক্তি আমায় ঘিরে
"মুক্তি! মুক্তি! মুক্তি!"- চিৎকার করবো আমি
খুশির এই জোয়ারে।
বলবে কেউ "গেলে কি ভুলে যতসব ছিলো
মায়া অবণী জুড়ে?"
চুপ করে থাকবো তখন,
"
নিরবতা কী তবে অসম্মতির লক্ষণ?"
প্রশ্নকর্তার পুনরায় ছুড়া প্রশ্নে,
উত্তর বসালাম এবার তবে-
"
মশাই, মায়াজাল কি কম ছিলো মোর অবণীর তরে!
পথ থেকে প্রান্তরে, অরণ্য হতে সিন্ধু
অম্ভোধির তীরে,
আছে সবই হৃদয় জুড়ে।"
"তবে কেন এত শত ব্যথা, ক্রোধ অামারি প্রতি?"
'
কে তুমি?'- প্রশ্নে আমি।
''
ছিলাম তোমারই আলয়, আমি যে ভুবনালয়!"
অামি অবাক হয়ে
গড়িয়ে পরছে জল অাখি হতে,
নিস্তব্ধ আমি হয়ে কিছুক্ষণ, চারিপাশ নিরবধি
আসতে বাধ্য হলাম সম্প্রসারণে-
"
হ্যাঁ, ভালোবাসি! ভালোবাসি!
তোমারি বঙ্গলালয়কে আমি গভীরভাবে ভালোবাসি।
স্বীয় নীড়, নদী আর জারুল গাছটাকেও আমি ভালোবেসেছি।
সহজ-সরল মনুষ্য আমি এক অভাবী কবি,
চারপাশে খুজে বেড়িয়েছি আমি শুধুই আলোর সিড়ি
বেসেছিলাম ভালো পথের কিনারায় পরে থাকা পথশিশুটাকেও,
ভেঙ্গেছি নিয়ম ছিলো যত্তসব ভ্রান্ত,
ভবের ভাবে ভুলে ভরা অন্ত ছাড়া,
রাক্ষুসেদের গিলে খাওয়া
মিথ্যেকে দিয়েছি লাথি,
জ্বালিয়েছিলাম এই জীবনে সত্যের বাতি।
কিন্তু ব্যথা ছিলো মোর যেথায়,
তৈরি করেছে ভেদাভেদ তোমারি মনুষ্যজাতি।
কিসের এত ক্লেশ! এত অহংকার! এত যতসব ভন্ডামী!
সব নষ্টের মূলে হিংসার ছড়াছড়ি
ভালোবাসি! ভালোবাসি!
আব্বা-আম্মাকে আমি অন্তরের অন্তঃস্তল
থেকে ভালোবাসি,
তোমারি আলয়ে থেকে তোমার-আমার
রবকে ভালোবেসেছি,
মুহাম্মদ (সঃ) কে ভালোবেসেছি।
শুধু তোমার পরাধীনতার বাঁধন না ছুটে,
জন্মেছে সব কষ্ট অন্তর জুড়ে।"

বিশেষণে সবিশেষ বুজবার পেরে,
চোখ মুছে বলল ভুবন আমার দিক ফিরে-
"
হতাশ, ঘৃণা কি শুধুই একারি ছিল তোমার বৈকি!
কিসে দিবো সান্তনা তোমায়!
চেয়ে দেখো আমারি দিকে ভালো করে,
আমিও হচ্ছি গ্রাস তোমারি মতই দিন হতে
দিনান্তরে....."

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.