সেই ছেলেবেলা
সেই ছেলেবেলা
- Jannatul mawa
- Jannatul mawa
তোমার ঝাপসা দৃষ্টি থেকে একটু দূরে দাঁড়িয়ে এই আমি!
সাদা শাপলার মালা গেঁথে
কলাপাতার ছাতা পেতে
কাদামাটিতে চিমটি কেটে
লাল টুকটুকে ফ্রক পড়ে স্কুলে যাওয়া সে-ই মেয়ে টা!
যাকে লাটিম ঘুরানো ম্যাজিক দেখাতে,
অংক বইয়ের পাতা ছিঁড়ে যাকে নৌকা বানিয়ে দিয়ে মায়ের বকুনি খেতে,
যার ঘাস-পাতার রান্না খেয়ে 'আহ্লাদী বউ'বলে খুব খেপাতে
সে-ই মেয়েটা আমি!যাকে ঘুড়ি উড়ানো শিখাতে গিয়ে নাটাই সুতোই এক দুপুরে আঙুল কেটেছিলে!
যার শত বায়না ছিল তোমার কাছে
ফড়িং ধরা, টুনটুনির ডিম গণনা
পিঁপড়েএর বাসা ভাঙা-জোনাকির আলোটুকু চুরি করতে ছিল আমাদের কত কল্পনা!
সাদা শাপলার মালা গেঁথে
কলাপাতার ছাতা পেতে
কাদামাটিতে চিমটি কেটে
লাল টুকটুকে ফ্রক পড়ে স্কুলে যাওয়া সে-ই মেয়ে টা!
যাকে লাটিম ঘুরানো ম্যাজিক দেখাতে,
অংক বইয়ের পাতা ছিঁড়ে যাকে নৌকা বানিয়ে দিয়ে মায়ের বকুনি খেতে,
যার ঘাস-পাতার রান্না খেয়ে 'আহ্লাদী বউ'বলে খুব খেপাতে
সে-ই মেয়েটা আমি!যাকে ঘুড়ি উড়ানো শিখাতে গিয়ে নাটাই সুতোই এক দুপুরে আঙুল কেটেছিলে!
যার শত বায়না ছিল তোমার কাছে
ফড়িং ধরা, টুনটুনির ডিম গণনা
পিঁপড়েএর বাসা ভাঙা-জোনাকির আলোটুকু চুরি করতে ছিল আমাদের কত কল্পনা!
সাইকেলের চাকায় দৌড়ানো আমাদের সে-ই ছেলেবেলা!
কত হাসি কত খুনসুটি
মাছ ধরা-আম কুরানো দিনগুলিতে
সে-কি উচ্ছ্বাসিত সময় ছিল আমাদের!
তারপর নিষিদ্ধ হল আমাদের প্রাণহীন পুতুলখেলা
তুমি আর আমি দু জনেই হয়ে গেলাম জীবন্ত পুতুল....
জীবনের এই প্রান্তে এসে খুব ইচ্ছে করে
আবার লাল টুকটুকে ফ্রক পড়ে সে-ই স্কুলের পথে হাটতে
সে-ই ছোট্ট মেয়েটি হয়ে তোমায় জ্বালাতে
যদিও আমায় আর লাল ফ্রকে মানায় না
সাদা শাড়িতে মানায় আর তোমায় মোটা ফ্রেমের চশমায়।
কত হাসি কত খুনসুটি
মাছ ধরা-আম কুরানো দিনগুলিতে
সে-কি উচ্ছ্বাসিত সময় ছিল আমাদের!
তারপর নিষিদ্ধ হল আমাদের প্রাণহীন পুতুলখেলা
তুমি আর আমি দু জনেই হয়ে গেলাম জীবন্ত পুতুল....
জীবনের এই প্রান্তে এসে খুব ইচ্ছে করে
আবার লাল টুকটুকে ফ্রক পড়ে সে-ই স্কুলের পথে হাটতে
সে-ই ছোট্ট মেয়েটি হয়ে তোমায় জ্বালাতে
যদিও আমায় আর লাল ফ্রকে মানায় না
সাদা শাড়িতে মানায় আর তোমায় মোটা ফ্রেমের চশমায়।


কোন মন্তব্য নেই