তোমার প্রতীক্ষা
তোমার প্রতীক্ষা
- ইব্রাহিম খালিল
- ইব্রাহিম খালিল
বলতে পারো -?/
ঠিক, আর কত সহস্র বছর তোমার প্রতীক্ষায় থাকবো?
আর কত কাল পর, ঠিক কত কাল পর
তোমার পাথুরে হৃদয় ক্ষয় প্রাপ্ত হবে?
যা হতে শুনতে পাব, ভালোবাসি নামক অমৃত ধ্বনি।
ঠিক, আর কত সহস্র বছর তোমার প্রতীক্ষায় থাকবো?
আর কত কাল পর, ঠিক কত কাল পর
তোমার পাথুরে হৃদয় ক্ষয় প্রাপ্ত হবে?
যা হতে শুনতে পাব, ভালোবাসি নামক অমৃত ধ্বনি।
তবে কি আমি -
মহাকাল হয়ে তোমায় ঘিরে থাকবো?
রয়ে যাব?
তোমার প্রতীক্ষায়।
আজ হতে হাজার বছর পরে হয়তো,
মহাসমুদ্র শুকিয়ে যাবে;
শুকোবে কি আমার অশ্রু?
হয়তো পৃথিবীর বাতাস আমায় স্পর্শ করবে না।
শুধু রয়ে যাবে -
তোমাকে স্পর্শ না করার আক্ষেপ।
একদিন হয়তো -
এই পৃথিবী আমাকে ভুলে যাবে ;
কিন্তু, আমি কি পারবো?
ভুলে যেতে তোমায় না পাবার আক্ষেপ।
মহাকাল হয়ে তোমায় ঘিরে থাকবো?
রয়ে যাব?
তোমার প্রতীক্ষায়।
আজ হতে হাজার বছর পরে হয়তো,
মহাসমুদ্র শুকিয়ে যাবে;
শুকোবে কি আমার অশ্রু?
হয়তো পৃথিবীর বাতাস আমায় স্পর্শ করবে না।
শুধু রয়ে যাবে -
তোমাকে স্পর্শ না করার আক্ষেপ।
একদিন হয়তো -
এই পৃথিবী আমাকে ভুলে যাবে ;
কিন্তু, আমি কি পারবো?
ভুলে যেতে তোমায় না পাবার আক্ষেপ।
আমিও একদিন হারিয়ে যাব ;
এই মহাকালের অন্ধকার গর্ভে।
মিশে যাব ধুলি কনায়,
পরে রবো এক কোণায়।
তবুও রয়ে যাব -
তোমার প্রতীক্ষায়।
এই মহাকালের অন্ধকার গর্ভে।
মিশে যাব ধুলি কনায়,
পরে রবো এক কোণায়।
তবুও রয়ে যাব -
তোমার প্রতীক্ষায়।


কোন মন্তব্য নেই