কতবার বলতে চেয়েছি- "ভালোবাসি "
কতবার বলতে চেয়েছি-
"ভালোবাসি "।
পারি নি, তুমি শুনতে চাও নি।
দেখিয়েছ কত অজুহাত;
বলেছ আছে আমার বিশেষ কাজ।
"ভালোবাসি "।
পারি নি, তুমি শুনতে চাও নি।
দেখিয়েছ কত অজুহাত;
বলেছ আছে আমার বিশেষ কাজ।
আমি হাল ছেড়ে দেই নি -
শুধু বলবো " ভালোবাসি "।
শুধু বলবো " ভালোবাসি "।
কত দীর্ঘ সময় অপেক্ষায় ছিলাম;
তোমায় দেখার জন্য।
তুমি দেখা দাও নি।
বলেছ তোমার সময় নেই।
আমি কিন্তু আজও অপেক্ষায় -
শুধু বলবো " ভালোবাসি "।
তোমায় দেখার জন্য।
তুমি দেখা দাও নি।
বলেছ তোমার সময় নেই।
আমি কিন্তু আজও অপেক্ষায় -
শুধু বলবো " ভালোবাসি "।
কত দীর্ঘ রাত অপেক্ষায় ছিলাম-
আমার মুঠোফোনের দিকে তাকিয়ে,
তোমার বার্তার অপেক্ষায়।
তুমি পাঠাও নি।
আমার মুঠোফোনের দিকে তাকিয়ে,
তোমার বার্তার অপেক্ষায়।
তুমি পাঠাও নি।
আমি আজও জেগে থাকি -
শুধু বলবো " ভালোবাসি "।
শুধু বলবো " ভালোবাসি "।
তুমি আজও আগের মতোই আছো??
খুব ব্যস্ত।
আজও কি " ভালোবাসি " শোনার সময় নেই?
খুব ব্যস্ত।
আজও কি " ভালোবাসি " শোনার সময় নেই?
থাকবেই বা কেন?
তুমি তো আজ অন্যের ভালোবাসার রাজরানী।
আর, আমার ভালোবাসা?
সেটা ঝরে প্রতি রাতে হয়ে চোখের পানি।
তুমি তো আজ অন্যের ভালোবাসার রাজরানী।
আর, আমার ভালোবাসা?
সেটা ঝরে প্রতি রাতে হয়ে চোখের পানি।
তবুও অপেক্ষায় আছি,
বলবো ভালোবাসি।
হোক সেটা মুঠোফোনে ;
অথবা,তোমার কানে কানে।
বলবো ভালোবাসি।
হোক সেটা মুঠোফোনে ;
অথবা,তোমার কানে কানে।
কোন মন্তব্য নেই