তুমি না দিলা এক্কান ফডু, না দিলা তোয়ার নাম্বার..!!
কি কর...???
.
::-- পড়ছি ......
.
:-- আমার মেসেজের উত্তর দিতে চাও না কেন...???
.
::-- আধ্যাত্মিক প্রশ্ন করলে উত্তর দেব কি...???
.
:-- আমি আধ্যাত্মিক প্রশ্ন করি...???
.
::-- নয়তো কি...???আমার ঠোঁটের নিচে তিল আছে কিনা, বাম হাতে কাটার দাগ আছে কিনা, খাওয়ার পরে কয় গ্লাস পানি খাই। এগুলো কি প্রশ্নের ধরন...???
.
:-- রেগে যাচ্ছ কেন...?
.
::-- রাগার মত কথা বললে রাগব নাতো কি করব হুম্ম...???
.
:-- তুমি একদম বৃষ্টির মতনই...!
.
::-- অইইইই মিয়া খালি বৃষ্টি বৃষ্টি কর কেন...???
.
:-- তোমার নামও তো বৃষ্টি..!!
.
::-- কাক্কু হেইডা আমি জানি..! আমার কথা তো একবারও কও না....???
.
:-- তুমি তো একটা খাটি Selfish ....
.
::-- কিইইই...??? কি কইলা তুমি...?
.
:-- হুনবার পাও নাই...??? তোমার লগে এত্তদিনের পরিচয়। তুমি না দিলা এক্কান ফডু, না দিলা তোয়ার নাম্বার..!!
.
::-- তুমি মিঞা হে জব্বর ধান্ধা বাজ দেখতাসি...!!
.
:-- চল না একদিন আমরা দেখা করি...!!
.
::-- না পারমুনা ,, ok bye ...
.
:-- আইচ্ছা bye .....
.
..
.
এতক্ষণ কথা বলছিলাম বৃষ্টির সাথে। ফেসবুকে ওর সাথে দেখা, ফেসবুকে পরিচয়, ফেসবুকেই গড়ে ওঠে বন্ধুত্ব।
.
পরিচয়ের সম্পর্ক প্রায় 1.5 মাসে গড়িয়েছে, কিন্তু এখনও ওর থেকে ওর নাম্বার কিংবা ছবি কিছুই আদায় করতে পারলাম না।
.
আপনাদের কি মনে আছে ছোটবেলার ওই সেই বৃষ্টির কথা....???
এই বৃষ্টির খুনসুটি ও একদম ওই বৃষ্টির মতই।
.
একদিন " অঝোর বৃষ্টি " নামক একটা আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট। আমি ভাবলাম কে আবার রিকুয়েস্ট দিছে, ফেক ভেবে ঝুলিয়ে রাখলাম।
.
..
.
দুদিন পর ........
.
সকালে দেখি ওই আইডি থেকে একটা মেসেজ দিছে .....,,
.
::-- ওইইই মিয়া আপনি কি চোখে দেখেন না, রিকুয়েস্ট পাঠাইছি চোখে বাধে নাই হুম্ম...???
.
..
.
রিকুয়েস্ট এ্যাকসেপ্ট করে নক করলাম ......,,
.
:-- Hello request acpeted .....
.
::-- ওইইই .... রিকুয়েস্ট কি চোক্কে বাধে নাই, এত পরে এ্যাকসেপ্ট করলেন কেন হুম্ম...??
.
:-- কি দজ্জাল রে বাব্বা ......
.
::-- ওই মিয়া বেশি কথা কইলে কিন্তু মুখে টেপ লাগাইয়া দিমু ...!!
.
..
.
এরপর থেকে শুরু আজ সেই পরিচয় এই পর্যন্ত এসে ভিড়েছি।
.
জানি না এতটুকু সময়ের মধ্যে ওকে ভালবেসে ফেলেছি কিনা, কিন্তু ওকে যে খুব মিস করি কিংবা পছন্দ করি এটা একদম ঠিক।
.
কিন্তু জানিনা ও আমাকে পছন্দ করে কিনা, তবে আমার মনে হয় আমার আর ওর অনুভূতি হয়তো একই হবে।
.
..
.
দুইদিন পরে দেখি মেসেজ .....,,
.
::-- কবে, কখন, কোথায় দেখা করবা...???
.
:-- বিকেল ৫টায় Uttara 14 no. Sector park .......
আসতে পারবা...???
.
::-- না দেখা করলে হইলে ....
Diabarii ....
আসতে পারবা ....?
.
:-- But ওখানে তো সব জোড়ায় জোড়ায় বসে থাকে...!!
.
::-- ধুর মিয়া তুমিই কি একাএকা যাচ্ছ নাকি, আমি আছি না। হি হি হি
.
:-- ওলে বাব্বা,,, মাইয়া এগ্ললা কই কি...???
.
::-- আসার সময় একটা পাঞ্জাবি পড়ে আসবা ..... Hmm ....
.
:-- কিন্তু আমার তো পাঞ্জাবি নাই...!!
.
::-- হাতির মাথা আছে
Ok ok ... হলুদ কোন শার্ট কিংবা গেঞ্জি পড়ে আসবা .....
.
:-- But ... আম্মু তো আমাকে হলুদ পোশাক পড়তে দেয় না।
.
::-- কেন? দেয়না কেন...???
.
:-- হলুদ কাপড়ে পোকামাকড়ের গা ভরে যায় ....
.
::-- হিহিহি...!!
.
:-- আমার পছন্দ লাল ....
পড়ে আসি ...???
.
::-- আরে গাধা, তুমি কি এখনও ছোট আছ যে লাল পড়বা মেজাজটাই খারাপ করে দেয়..!!
.
:-- হেহেহে .....আচ্ছা ....
নীল গেঞ্জি পড়ে আসব, তুমি কি পড়ে আসবে...???
.
::-- আমি কি পড়ে আসব সেটা তোমায় বলব...???
.
:-- ও যাহহহ... তাহলে তোমাকে চিনব কি করে...???
.
::-- চেনা লাগবে না। ওকে bye ....
.
..
.
ধুর অফলাইনে চলে গেল
মেজাজটা যদিও বিগরে যাচ্ছিল তবুও কিছু করার ছিল না।
.
পরদিন বিকাল ৪.৩৫ টায় স্বপ্নকন্যার জন্য বের হলাম, যাওয়ার আগে সজীবকে ফোন দিয়ে বললাম, বিপদে পরলে উদ্ধার করে আনিস।
.
একটা ডায়েরি হাতে নিয়ে বসে থাকলাম .....
.
কিন্তু হেতের আসার কোন খবর নাই।মেজাজ এমনিতেই খারাপ তারপর বল্লো না কি পড়ে আসবে।
.
..
.
হঠাৎ দেখি ওই মেয়েটা .....
.
মানে " একটি ট্রেন ভ্রমণ " গল্পে যে মেয়েটার কথা বলেছিলাম, সেই মেয়েটা।
.
ওমা ওতো দেখছি আমার দিকেই আসছে।
.
..
.
আমার দিকে চোখ পড়তেই বলে ..,,
.
::-- হেইইই..লালনের প্রতিবেশী কি খবর আপ্নার....???
.
:-- হেহেহে ভালোই,,, কিন্তু আপ্নে এখানে যে...???
.
::-- এইতো একজনের সাথে দেখা করতে আসলাম, কিন্তু আপ্নে এখানে মতলব কি হুম্ম ...??? হাতে আবার দেখছি ডায়েরি, হুম্ম...???
.
:-- আরে নাহ এমনি ......
.
::-- সেদিন হঠাৎ করে চলে গেলেন কিছু তো বলে গেলেন না...!!
.
:-- হুম, সেদিনকার জন্য দুঃখিত।
.
::-- লুকায়ে চলে গিয়ে এখন দুঃখিত হুম্ম...???
.
এভাবে ওনার সাথে কিছুক্ষণ কথা চলতে থাকলো কিন্তু বৃষ্টির কোন খোঁজখবর নেই, ওনার সাথে কথাবার্তা চুকিয়ে রাগে ফুলতে ফুলতে চলে এলাম।
.
..
.
রাতে ফেসবুকে নক করলাম ....,,
.
:-- এই যে মহিলা ..... আমাকে মিথ্যা বলে বসিয়ে রাখলে কেন...???
.
::-- এই খবরদার .... মহিলা বলবা না...কালকে কাজ ছিল তাই যেতে পারিনি বুচ্ছ...???
.
:-- ধ্যাত্তেরি...!!
.
::-- প্লিজ রাগ করোনা কালকে আবার আসো...???
.
:-- যাবার পারি কিন্তু একটা শর্ত আছে...!!
.
::-- কি হেইডা...???
.
:-- এখন আমারে এক্কান ......
চুম্মা দিতে হইবো .....
.
::-- ওইইইই চুপ, মুখে কিন্তু টেপ লাগাইয়া দিমু...!!
.
:-- অ.কি...???
.
::-- টাটাটাটাটা .... bye bye .....
.
:-- Huhh ....
.
..
.
রাগ হচ্ছে ভাবছি যাব কি যাব না।
.
তবু রাগ সংযত করে আবার গেলাম, সেই পোশাক, সেই ডায়েরি, সেই জায়গায় গিয়ে বসলাম, শুধু পরিবর্তন হলো, আসার সময় একটা রজনীগন্ধার স্টিক এনেছি .....
.
শুরু হল আবার প্রতিক্ষার পালা, এদিক ওদিক চায়ছি, সবাই জুটি বদ্ধ, এখানে নিজেকে অস্বস্তি লাগছে।
.
ধ্যাত্তেরি উঠে যাব ভাবছি, হঠাৎ দেখি সেই মেয়েটা আবার আসছে, অর্থাৎ কালকের মেয়েটা। আজকে একটা নীল ড্রেস পড়ে এসেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে ...
.
..
.
আমার পাশে এসে বসে ....,,
.
::-- কি মিয়া এখানে বসে আছেন কারণ কি হুম্ম...???
.
:-- নাহ..এমনি বসে আছি, কিন্তু আপনি...???
.
::-- আমার কথা বাদ দেন আগে বলেন কাকে খুজতে রোজ রোজ এখানে আসেন হুম্ম...???
.
:-- কোই নাতো এমনি বসে আছি...!!
.
::-- আপনাকে কি কেউ আসতে বলেছিল, পাঞ্জাবি পড়ে...???
.
:-- নাহ..কেউ না...!!
.
::-- তাহলে আমি উঠলাম...!!
.
..
.
এই বলে মেয়েটা উঠে দাড়ালো,তখনই আমার হুশ হল, আরে এই কি সেই মেয়ে মানে বৃষ্টি....???
.
খপ করে হাতটা চেপে ধরে ....
বললাম ....,,
:-- ওই মাইয়া কোথায় যাচ্ছ হুম্ম...???
.
মেয়েটা হিহিহি করে হেসে উঠে বললো ...,,
::-- কেন চইলা যাইতাছি, আর আপনিই বা কে শুনি...???
.
:-- ওরে পাজি, কালকে তুমি আমারে ডস দিছ ক্যান হুম্ম...???
.
::-- হিহিহি তুমি দেখছি এখনও তেমনই হাঁদা রাম রয়েছ দেখছি...!!
.
:-- কিইইই আমি হাঁদা...????
.
::-- পাতি হাঁদা, খালি তো পার বৃষ্টি বৃষ্টি করতে, সে বৃষ্টিটা কে শুনি...!!
.
:-- বৃষ্টি আমার ছেলেবেলার বান্ধবী সেই যে হারিয়ে গেল আর খুজেঁ পেলাম না।
.
::-- তা ওর কাছে যাও ....
আমার কাছে কিইইই...???
.
:-- আচ্ছা তুমি তো ট্রেনের ভিতরে বলেছিলে, তোমার নাম. মেহনাজ আফরিন।
.
::-- হ্যাঁ .... মেহনাজ আফরিন বৃষ্টি।
.
:-- ওরে পাজি..!!
.
::-- আচ্ছা তুমি কি আমাকে এখনও চিনতে পারনি...???
.
:-- মানে...???
.
..
.
মেয়েটা কাদোঁ কাদোঁ গলায় বলল...
.
--দেখতো বাম হাতের এই দাগটা চিনতে পার নাকি, ছেলে বেলায় তো কামড়ে দিয়ে ছিলে...!!
.
..
.
এ কথা শোনার পড়ে নিজেকে আর সামলাতে পারলাম না, আবেগে চোখ দিয়ে নোনা পানির ঝর্ণা নেমে এল .....
.
..
.
ওর হাতটা জাপটে ধরে বললাম ..,
.
:-- তুমি সেদিন বলনি কেন তুমি বৃষ্টি..??
.
::-- দেখলাম তুমি আমাকে কতটা মনে রেখেছ....!!
.
:-- তোমাকে আমি অনেক অনেক খুজেছি কিন্তু পায়নি, সেদিন তোমাকে বৃষ্টি ভেবেছিলাম, কিন্তু সেই বৃষ্টি আর এই আর এই বৃষ্টির মধ্যে ফারাক বুঝতে পারিনি।
.
..
.
বৃষ্টি চোখ মুছে আমার মাথা চুলকে দিয়ে বললো...,,
.
::-- আরে পাগল এখন তো বুঝতে পেরেছ..!!
.
..
.
আমি আর দেরি করলাম না, জানতাম রজনীগন্ধা ওর খুব প্রিয় তাই হাটু গেড়ে বসে বললাম ...,,
.
:-- I love you so much .....
.
::-- ওলে আমার বাবুটা কি বলে এগুলা...!!
.
:-- ধ্যাত্তেরি বল না..!!
.
::-- হুম, আমিও
.
:-- আমিও কি...???
.
::-- ভালোবাসি...!!
.
::-- কাকে...???
.
..
.
আমার গাল টিপে ধরে বললো ...,,
.
::-- আমার এই বাবুটাকে .....
.
:-- হ্যাঁ .... আমার জন্য কিন্তু চকলেট আনতে হবে নয়লে কিন্তু বন্ধু ভেঙে দেব।
.
দুজনেই হোহো করে হেসে উঠলাম
কোন মন্তব্য নেই