বাবা

                 বাবা

     মো. মাহমুদুল আলম

কষ্ট ভরা জীবন নিয়ে
শান্তি আরাম বিকে দিয়ে
আব্বু আব্বু ডেকে
দিছো আদর মেখে।

বৃষ্টি রোদে ভিজে শুকে
শ্রমিক সেজে ক্ষুধা লুকে
করে আত্মা তামা
দিছো ঈদে জামা।


লেখাপড়ার খরচ যত
দিছো ছেলের ইচ্ছা মতো
সবই তোমার ছোঁয়ায়
চাকরি তোমার দোয়ায়।

হঠাৎ ঝড়ে পরপারে
বাবা ডাকি বলো কারে
ছেলে তোমার একা
ভাগ্যে ইহা লেখা।

bd protidin

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.