বৃষ্টি

                 বৃষ্টি

            নাফে নজরুল

খানিক আগে বৃষ্টি এসে
ভিজিয়ে দিল বন
ভিজিয়ে দিল খুকুর বেণি
দস্যি ছেলের মন

ভিজিয়ে দিল খেলার উঠোন
ভিজিয়ে দিল ফুল
ভিজিয়ে দিল চড়ুইছানা
টুনটুনি বুলবুল।

সব ভিজে যায় হয় ভেজা
খোকন সোনাটার
মন খারাপের খাতা খুলে
করছে সময় পার।
bd protidin 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.