110- আন নাসর/IBRAHIMK061.BLOGSPOT.COM
Surah An-Nasr With translation
110) সূরা নছর - Surah An-Nasr (মদীনায় অবতীর্ণ - Ayah 3)
بِسْمِ اللّهِ
الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
(1
إِذَا جَاء نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
ইযা- জ্বা----আ নাছ্রুল্লা-হি ওয়াল্ ফাত্হু।
যখন
আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
(2
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ
اللَّهِ أَفْوَاجًا
ওয়া রাআইতান্ না-ছা ইয়াদ্খুলূনা ফী দ্বীনিল্লা-হি আফ্ওয়া-জ্বা-
এবং
আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
(3
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ
إِنَّهُ كَانَ تَوَّابًا
ফাসাব্বিহ্ বিহাম্দি রাব্বিকা ওয়াস্তাগ্ফিরহু; ইন্নাহূ কা-না তাওয়্যা-বা।
তখন
আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন।
নিশ্চয় তিনি ক্ষমাকারী।
DOWNLOAD :
PDF: CLICK FOR DOWNLOAD
ADIO : CLICK FOR DOWNLOAD
VIDEO: CLICK FOR DOWNLOAD
www.ibrahimk061.blogspot.com
Ibrahim khalil


কোন মন্তব্য নেই