109 কাফিরুন
Surah Al-Kafirun With translation
109) সূরা কাফিরুন - Surah Al-Kafirun (মক্কায় অবতীর্ণ - Ayah 6)
بِسْمِ اللّهِ
الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি
দয়ালু।
(1
قُلْ يَا أَيُّهَا
الْكَافِرُونَ
ক্কুল ইয়া--- আইয়্যূহাল কা-ফিরূন।
বলুন, হে
কাফেরকূল,
(2
لَا أَعْبُدُ مَا
تَعْبُدُونَ
লা--- ‘আবুদু মা- ‘তাবুদূন।
আমি এবাদত করিনা, তোমরা
যার এবাদত কর।
(3
وَلَا أَنتُمْ عَابِدُونَ
مَا أَعْبُدُ
ওয়ালা--- আন্তুম ‘আ-বিদূনা মা--- ‘আবুদ।
এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
(4
وَلَا أَنَا عَابِدٌ مَّا
عَبَدتُّمْ
ওয়ালা--- আনা ‘আবিদূম্ মা- ‘আবাত্তুম।
এবং আমি
এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
(5
وَلَا أَنتُمْ عَابِدُونَ
مَا أَعْبُدُ
ওয়ালা--- আন্তুম ‘আ-বিদূনা মা--- ‘আবুদ।
তোমরা
এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
(6
لَكُمْ دِينُكُمْ وَلِيَ
دِينِ
লাকুম দ্বীনুকুম ওয়া লিয়া দ্বীন।
তোমাদের
কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।

কোন মন্তব্য নেই