তুমি চেয়েছিলে,আমি দিয়েছিলাম........



তুমি চেয়েছিলে,
আমি দিয়েছিলাম.
তুমি নিয়েছিলে,
আমি হারিয়েছিলাম,,,,

আজ তুমি নাই,
নাই সেই দিন গুলি.
আজ আমি আছি,
নিয়ে সেই স্মৃতি গুলি,,,,

তুমি চাও নাই,
এক সাথে চলতে.
আমি চাই নাই,
কখনো তোমায় ভুলতে,,,,

আজ তুমি আছো,
ঠিক সেই আগের মতো.
আজ আমি আছি,
নিয়ে আমার দূঃখ শত,,,,

ভালোবাসা পেয়ে তুমি,
হয়েছো আজ দুঃখের শত্রু.
ভালোবেসে তোমায় আমি,
হয়েছি আজ সুখের শত্রু,,,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.