চার-দেয়ালের জীবন


চার-দেয়ালের জীবন
***তাঞ্জিয়া খাতুন***
.....................
মেয়ে তুই কাঁদিস কেন?
"চার দেয়াল থেকে বের হয়ে
অনেকটা পথ যেতে ইচ্ছে হচ্ছে,
কিভাবে যাব আমি?
যেতে যে আমার মানা।"
মেয়ে তুই যাবি আমার সাথে?
"যে চাইলেই কি যাওয়া যায়!
যেতে হলে যে,
লাগবে মনে সাহস,
তবেই না যেতে পারব আমি,
তোমার সাথে।।"
মেয়ে তর কি সেই সাহসটুকু নেই??
"সাহস কাকে বলে জানি নে গো,
সেটা থাকলে হয়ত
আজ চলে আসতাম,
অস্থির চার দেয়াল টপকে!"
মেয়ে তর কেন নেই সাহস?
"শুনেছি মেয়ে মানুষের
বেশী সাহস থাকতে নেই,
লোকে বলে সাহসী মেয়েরা নাকি
অলক্ষী তাদের কোন জাত নেই।
সেই কথা শুনে কি আর সয্য হয়!
তাইতো বরণ করে নিয়েছি,
অসয্য চার দেয়ালের জীবন।"
writter:TH

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.