ওটা বৃষ্টি ছিল না,
যদি কোনো বৃষ্টি ভেজা রাতে তোমার
চোঁখে ঘুম না আসে,
তাহলে জানালার গ্রীল ধরে দাঁড়িও ।
যদি ভুল করে আমার কথা মনে পড়ে যায়,
তাহলে জানালার ও পাশে হাত
দুটি বাড়িও ।
আমি হিমেল হাওয়া হয়ে ছুঁয়ে দেবো
তোমার কোমল মুখ অথবা
ঝিরি - ঝিরি বৃষ্টি হয়ে তোমায়
ছুঁয়ে দেবো,
তোমার মনে জমে থাকা সব কষ্ট
ধুঁয়ে দেবো ।
বুঝে নিও ওটা বৃষ্টি ছিল না,
ছিলাম আমি...
কোন মন্তব্য নেই