****মিষ্টি প্রেমের গল্প****



ছাদের এক কোনায় দাঁড়িয়ে ছিল
ছেলেটি।হটাৎ একটা মেয়ে
আসলো নিচ থেকে।
.
=এই ছেলে।(মেয়ে) =জ্বী।(ছেলে)
=প্রেম করো?
=নাহ।
=কেন করোনা?
=সরাসরি বিয়ে করবো তাই।
=তো প্রেম করলে সরাসরি বিয়ে
হয়না? =না সেটা নাহ!
=তাহলে কি হুমম?প্রেম করবা এখন
থেকে বুঝছো?
=হ্যা বুঝেছি।
=কিন্তু একটার বেশি প্রেম করবানা।
ঠিক আছে?
=আচ্ছা।
=কোন মেয়েরদিকে তাকাবো সেই
মেয়েটা ব্যাতীত।বুঝলা? =হ্যা
বুঝেছি।
=সেই মেয়েটা দেখতে কেমন?হুম?
.
চশ্মা পড়া মেয়েটি চশ্মা পড়া
ছেলেটিকে বলল।
.
=আমি কিভাবে বলব? =কিভাবে বলবে
মানে?আমি দেখতে কেমন?
=আপনি আয়নায় তাকিয়ে দেখলেই
ভাল বুঝবেন।
=তোমার চোখের চেয়ে বড় আয়না
পৃথিবীতে আর আছে?হুম?
=আমার চোখ পৃথিবীর সবচেয়ে বড়
আয়না?
=হুম।
=আগে জানতামনা। =এখনতো জানলা?
=হ্যা।তা ঠিক।
=সিগারেট খাও?
=নাহ।
=খাবানা।অইসব বখাটেরা খায়।তুমি
বখাটেনা।ভাল ছেলে
=হুহ। =আমায় পছন্দ হইছে?
=আসলে আপু!!!
.
মেয়েটা ছেলেটার গালে ঠাস করে
একটা থাপ্পড় দিল।
ছেলেটার চশ্মা খুলে তিনহাত দূরে
যেয়ে পড়লো।একটা গ্লাস
খুলে গেল চশ্মার।অন্ধেরমত হয়ে গেল
ছেলেটা।মেয়েটা জানতোনা
ছেলেটা চশ্মা ছাড়া এতুটাই অচল।
চশ্মাটা এনে
ছেলেটাকে পড়িয়ে দিল।চোখ দিয়ে
পানি পড়ছিল।এক চোখ
নেই।নাবিকের মত লাগছিল
ছেলেকে।মেয়েটা একটু কষ্ট
অনুভব করলো।
.
=চশ্মা ছাড়া যে অচল আগে বলোনি
কেন? =সময় দিলেন কোথায়?
=আমি আপু হই তোমার?
=বললেত আরেকটা দিবেন।তো আপনিই
বলেন আপনি কি হন?
=বিয়ের আগে বউকে কি বলে?
=হবু বউ।
=আমি সেটাই(মেয়েটা হাত দুটোর
আঙ্গুল একসাথে করে নিচের দিকে
নিয়ে মুখে মুচকি হাসি দিল)
=কিভাবে?
=আমরা দুজন দুজনকে ভালবাসি।
এইভাবেই।
=আপনাকে আমি কবে ভালবাসলাম?
=গ্লাস আরেকটা হারাবে?
=নাহ।দরকার নেই।আপনি বলুন। =ভবিষ্যতে
কি করবা?
=বিয়ে করে শ্বশুরের সম্পত্তি গ্রাস করব।
আপনি?
.
অতঃপর দ্বিতীয় গ্লাসও শেষ।কিন্তু
এইবার গ্লাস নয়।
ফ্রেমটাই ভেঙ্গে গেল।
. =লেখাপড়া করে কি করছো তাহলে?
রিক্সাচালাও যাও।
=আমি কিছু দেখছিনা।চশ্মাটা এনে
দিবেন।
=আগে আমায় প্রপোজ করো।
=কিভাবে?
=তোমার স্বপ্নের রাজকুমারীর প্রশংসা
করো।
=আমার স্বপ্নের রানীতো এখন একজন
ঠিক হয়েই আছে। =কে সে? হুম???
(ছেলেটার কলার টেনে ধরলো)
=কলার ছাড়েন।আমি বলছি।
.
অতঃপর ছেলেটার কলার ছাড়লো
মেয়েটি।ছেলেটা স্থির হয়ে
দাঁড়িয়ে মেয়েটার দুইহাত নিজের
দুইহাত দিয়ে টেনে নিল।
বসে পড়লো।চোখে ঝাপসা দেখছিল।
একে একে সে বলা শুরু করলো আর
মেয়েটি অবাক দৃষ্টিতে ছেলেটার
দিকে তাকিয়ে
রইলো।
ছেলেটা বলল,আমার স্বপ্নের রানীতো
একজনই,যার ক্ষোপায়
সর্বদা কাঠি থাকে।কাঠিটা খুললেই
সমুদ্রের ঢেউ নেমে
আসে কয়েকসেকেন্ডের জন্যে।মাতাল
করা ঢেউ,নেশা হয়ে
যায় সেটা দেখলেই।চোখে কাজল
দেয়া থাকে।আঁকাবাঁকা চোখের ভ্রু।
দৃষ্টি যেন যেকোনো নদীর
গভীরতাকেও হার
মানায়।যেখানে তাকালো যে কেও
ভালবাসা শিখে যাবে।
ঠোটগুলো
গোলাপি।তার মাঝে সুপ্ত ফাটা
ফাটা জায়গা।গালে টোল।
চোখে চশ্মা।হাতে চুড়ি না থাকলে
তাকে বেমানান লাগে।
গোলাপী রংয়ের শাড়ীতে মায়াবী
পরীর মত লাগে।দৃষ্টি ফিরানো অসম্ভব
হয়ে যায় আমার জন্যে।ফুস্কায় যখন সে
কামড়
দেয় তার নরম ঠোট দিয়ে মনে হয় ফুস্কা
নিজেও তার প্রেমে
পড়ে গেছে।নরম হাত দিয়ে যখন
কোনকিছু লেখার জন্য কলম
ধরে তখন মনে হয় কলমের থেকে তার
হাত বেশি চাপ খাচ্ছে।
এইরকম একটা মেয়েকে পেলে আমার
জীবনে পূর্নতা আসবে।
আমি স্বয়ংসম্পূর্ণ হব।জানেন একটা কথা?
আমি আদৌ জানিনা সে আমায়
ভালবাসে কিনা!
.
=কে সেই মেয়ে? হুম?
=আপনার মতই হিংসুটে।
=বল তাড়াতাড়ি কে সেই মেয়ে?
=আপনি। =কিহহ আমি?আমি হিংসুটে?
হ্যা হিংসুটে।তোমার ভাগ আমি
কাওকে দিবোনা।এজন্যে আমাকে
কেও পৃথিবীর সবচেয়ে
খারাপ মেয়ে বললেও আমার কিছু যায়
আসেনা।
.
ছেলেটাকে জড়িয়ে ধরলো।তারপর
নিজের চশ্মা খুলে
ছেলেটাকে পড়িয়ে দিল মেয়েটা। .
=তুমি কি পরবে?
=আমিতো পরেছিই।
=কোথায়?
=তোমার চোখ আর আমার চোখতো একই।
তোমার মাধ্যমেই আমি
ভুবনটাকে দেখব।তুমিই আমার সব।
=হাহাহাহা।
.
অতঃপর তৃতীয় থাপ্পড়।
.
=থাপ্পড় কি বাংলালিংক দামে ফ্রি
পাইছেন?
=হাসলা কেন?হুম? =ভুল হয়েছে।
=এবার ভুল হলে নাক ফাটিয়ে ফেলব।
=আর হবেনা।
=চলো যাই।
=কোথায় যাবো?
=কাজী অফিস। =কাজী অফিস মানে?
.
অতঃপর চতুর্থ থাপ্পড়।
.
=কাজী অফিস চিনোনা?
=চিনি। =তো থাপ্পড় মারার আগে
চিনলানা কেন?
=হটাৎ বলছোতো তাই।
=তো চলো এইবার।
=বাবা মাকে না জানিয়েই?
.
অতঃপর পঞ্চম থাপ্পড়। .
=তোমার কি মনে হয় বাবা মাকে না
জানিয়েই আমি বিয়ে
করব?
=উনারা জানে=হ্যা,উনারাই কাজী নিয়ে আসছে।
=ওহহ আচ্ছা। =ছেলে বুড়ো হয়ে যাচ্ছে।
পরে উনাদের বদলে উনার
ছেলেকেই উনার নাতি নানা বললে
সমস্যাতো তাই।
=তুমি ভাল মজা করো।
.
অতঃপর ষষ্ঠ থাপ্পড়।
. =এইটা মজা?মাথার চুল পেকে গেছে।
খেয়াল আছে সেদিকে?
=বাকিটা পরে বলব আগে বিয়ে
সেড়ে নেই চলো।নয়তো থাপ্পড়
খেতে খেতে এখানেই অজ্ঞান হয়ে
যাবো।
.
অতঃপর দুইগালে হাত দিয়েই বিয়ের
কাজ সম্পন্ন হলো।এখন
বাসর রাতে কয়টা থাপ্পড় খাবে
সেটা আপনারাই ভাবুন। আমার সময়
স্বল্প।

২টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.