“ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত” টিনেজ প্রেমের সংজ্ঞা এটাই
“ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত”
টিনেজ প্রেমের সংজ্ঞা এটাই
“তুমি রবে নীরবে, হৃদয়ে মম”। যেখানেই যাই যতদূরেই থাকি, তুমি আছো আমার মনে। আমার হৃদ মাঝারে। প্রেমের এমন বহু সংজ্ঞা আছে। প্রেম, ভালোবাসার জন্য সঠিক বয়সও আছে। এ তো কোনও ছেলেখেলা নয়, তাই না! তবে এখন এই ধারণাটা অনেকটাই পালটে গেছে। ছোটো ছোটো ছেলেমেয়েদেরও নাকি বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড রয়েছে। অবাক লাগলেও বাস্তব এটাই। যে বয়স পড়াশোনা করার, খেলাধুলো করার, সেই বয়সী টিনেজারদের আজ প্রেমে পড়তেও সময় লাগে না।
ছেলে বড় হচ্ছে। সারাক্ষণ কেমন একটা উড়ুউড়ুভাব। আচ্ছা, প্রেমট্রেম করছে না তো? মায়ের মনে এমন চিন্তাভাবনা আসে। কিন্তু পরক্ষণেই আবার মনে হয়, না কীই বা বয়স যে প্রেম করবে! যদি এমনটা ভাবেন তাহলে ভুল করছেন। প্রেমভালোবাসার আজ আর কোনও বয়স নেই। আজকালকার ছেলেপুলেরা ভীষণ স্মার্ট। প্রেম, ভালোবাসার অর্থ বুঝুক না বুঝুক, গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড থাকাটাই এখন ট্রেন্ড। তা না হলে যে বন্ধুদের সামনে মানসম্মান থাকে না। প্রেম, ভালোবাসা নিয়ে আধুনিক টিনেজারদের এমনই ধারণা।
প্রেম বা ভালোবাসা বলতে আদতে কী? টিনেজারদের এই প্রশ্ন করলে অধিকাংশই তার কোনও সঠিক উত্তর দিতে পারবে না। তাতে অস্বাভাবিক কিছু নেই অবশ্য। এই বয়ঃসন্ধিকালে সম্পর্কের এতো গভীরতা বোঝা সম্ভব নয়। তবুও প্রেম বা ভালোবাসা নতুন প্রজন্মের টিনেজারদের কাছে খুব পরিচিত শব্দ। হ্যাঁ, শব্দই বলা চলে। টিনেজারদের কাছে প্রেম মানে, I LOVE YOU BABE বলার কেউ আছে। চারটে পাঁচটা গিফ্ট দেওয়ানেওয়া। স্কুল পালিয়ে সিনেমা হল কিংবা পার্কে বসে আড্ডা দেওয়া।
বয়ঃসন্ধিকালে সম্পর্কে জড়িয়ে টিনেজাররা গলতিও করে বসে। আবেগের বসে কোনটা ঠিক, কোনটা বেঠিক সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকে না। ভুল পথে চালিত হয় বেশিরভাগ ছেলেমেয়ে। নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করে ফেলে। শুধু তাই নয়, প্রেম, ভালোবাসার কারণে ছোটোছোটো ছেলেমেয়েরা নিজের জীবনটাকেও শেষ করতে দু’বার ভাবে না। খবরের কাগজে এমন বহু ঘটনা প্রায়শই উঠে আসে। টিনেজারদের কাছে প্রেম, ভালোবাসা কিছুটা ইনফ্যাচুয়েশনের মতো। কারণ, ওই বয়সে মানসিক পরিপক্কতা ততটা আসে না।
আপনার সন্তান যাতে নিজের ছেলেবেলাটা নষ্ট না করে ফেলে এবং কোনও ভুল সিন্ধান্ত না নিয়ে বসে, সেজন্য এদিকে নজর দেওয়া দরকার। সবার আগে বন্ধুর মতো মিশতে হবে সন্তানের সঙ্গে। কারণ, এই বয়ঃসন্ধিকালে বাচ্চারা অনেক বেশি ডেসপারেট হয়। হুট করে কখন কী করে বসে তার ঠিক নেই। তাই ছেলে বা মেয়ের সঙ্গে আগে থেকেই প্রেম, ভালোবাসা সম্পর্কে খোলামেলা কথা বলুন। এ তো কোনও লুকিয়ে রাখার বা লজ্জার বিষয় নয়। খোলামেলা আলোচনা করলে বরং ছেলেমেয়েরা প্রেমে করলেও আপনার থেকে লুকিয়ে যাবে না।
সবকিছুর একটা সঠিক বয়স রয়েছে, তা বোঝাতে হবে সন্তাকে। তবে বঝাঝকা বা জোরজুলুম নয়। ছেলেমেয়ের যদি কাউকে ভালো লেগেও থাকে, তবে ঠান্ডা মাথায় তাকে বোঝান। প্রেম, ভালোবাসার জন্য সঠিক বয়স রয়েছে। তার আগে দরকার মানসিক বিকাশের। নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়া সবার আগে দরকার। কারণ, প্রেম, ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে বড় দায়িত্ব। সেই দায়িত্ব পুরোপুরি পালন করার আগে, নিজেকে তার যোগ্য করে তুলতে হবে। সন্তানকে সেই শিক্ষা দিন।
।


কোন মন্তব্য নেই