পিঁপড়ার ট্রেন

পিঁপড়ার ট্রেন

শব্দহীন কু-ঝিক-ঝিক পিঁপড়ার ট্রেন চলে
অবশ বাঁশি বাজায় পাড়ার বাঁদর বালকেরা
দান চালে কাঁচের মারবেল গড়াতে গড়াতে
জলধারা ঋতুবতী স্রোত নামে গঙ্গায়।

স্কুলে যাবার আগে লিপস্টিক মাখে
রতনপুরের সেলিনা জামান,
লাল ঠোঁট উড়াল সবুজ টিয়া পাখি।

বন-বনানী সাজে রক্তলাল শাড়ি পরে
রাধাচূড়া-কৃষ্ণচূড়া ফোটে গাছগুলো রমণীয়
স্নেহ-প্রেম-মায়ায় ছড়ায় প্রাণবায়ু অক্সিজেন।
                      আমি বাঁচি তুমিও বাঁচো
শ্বাসে প্রশ্বাসে স্বদেশী বাতাস বহে তুমিময়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.