আমার সারা আকাশ জুড়ে ছিলে তুমি
আমার সারা আকাশ জুড়ে ছিলে তুমি
কিন্তু তোমার সারা আকাশে কোথাও
ছিলাম না আমি
তবুও এই বিবাগী মন
খুঁজেছে সারাক্ষণ
যদি মিলে দেখা অকারণ।
মেঘের মতো উড়েছি তোমার আকাশে
পাইনি একটুকু ঠাঁই ।
ভালোবাসা অন্ধ,
তখন ই বুঝলাম কারণ............
বোকা মন বুঝেইনি; আকাশের বুকে
কখন মেঘ দীর্ঘস্থায়ি হয়না...
অবুঝ হৃদয় তবুও ভালবেসে যায়........


কোন মন্তব্য নেই