কেউ যখন তোমাকে


কেউ যখন তোমাকে এড়িয়ে গিয়ে ভালো
থাকতে পারছে, কেউ যখন তোমাকে অবহেলা
করে নিজেকে গুরুত্ব দিচ্ছে, তখন তুমি কেনো
তার কাছ থেকে সরে আসতে পারছোনা? তুমি
সত্যিই তাকে ভালোবাসো? তুমি কি চাও সে
নিজের মতো করে ভালো থাকুক? উত্তর যদি
'হ্যা' হয় তাহলে বলবো, তুমি সেই মানুষটার
কাছ থেকে সরে আসো।
.
তুমি হয়তো বোকার মতো ভাববে, সরে আসা
সম্ভব না, ভুলে যাওয়া সম্ভব না। তুমি
সত্যিই ভালোবাসো বলে ধরে নিলাম তুমি
তাকে ভুলতে পারবেনা কিন্তু সরে আসতে তো
পারবে? তুমি যদি সরে আসতে পারো তাহলে
তোমার সাথে দুইটা ঘটনা ঘঠবে।
.
এক, তুমি সরে আসলে সে ভালো থাকবে। মানে
তুমি তার ভালো থাকার কারণ হতে পারোনি।
তাই সে তোমাকে ছাড়া ভালো থাকতে চায়।
যাকে সত্যিকার ভালোবাসো সে যদি তোমার
জন্য ভালো না থাকতে পারে তাহলে তোমার
ভালোবাসার মূল্য কোথায়? তুমি ভালোবাসো
বলেই তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে
আসা উচিত। কারণ এতে সে ভালো থাকবে।
.
দুই, তুমি তাকে ছাড়াই বেঁচে থাকা শিখে
যাবে। তোমার মন আস্তে আস্তে মানতে শুরু
করবে 'মানুষটা আসলে তোমার ছিলোই না'।
তাই তুমি নিজেকে কিভাবে ভালো রাখবে
সেটা ভাবতে শুরু করবে। অবহেলায় অতিষ্ঠ
হয়ে যাওয়া তোমার মনে আত্মসম্মানবোধ
জাগতে শুরু করবে। তুমি নিজেকে গুরুত্ব দিতে
শিখবে। তুমি ফেলনা জিনিস নও সেটা
উপলব্ধি করতে শুরু করবে।
.
তুমি যার বর্তমান প্রায়োরিটি লিস্টে নেই,
তুমি যার 'ভবিষ্যত' হতে পারবেনা, তার
কাছ থেকে সরে আসাই তোমার জন্য ভালো
হবে। হ্যা, সরে আসা কষ্টের কিন্তু সেই
সাময়িক কষ্টই ভবিষ্যতে তোমার 'ভালো
থাকার' কারণ হবে। ভেবে দেখো, মানুষটা
তোমাকে 'তুচ্ছ কেউ' ভাবতো। কিন্তু তুমি
জানো, তুমি তুচ্ছ নও, ফেলনাও নও। তুমি
নিজেকে এমন পজিশনে নিয়ে যাও যেনো ঐ
মানুষটা তোমাকে দেখে উপলব্ধি করতে
পারে "তোমাকে ছেড়ে চলে গিয়ে সে আসলে
নিজেকেই ঠকিয়েছে"...!!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.