শরতের ছন্দ

শরতের ছন্দ
জালাল জয়

নীলাকাশে মেঘের ভেলায়
ময়না উড়ে যায় রে
কাশফুলের ওই নরম ছোঁয়ায়
মনটা ভরে যায় রে

সুপ্ত ছোঁয়া ফুলের মেলায়
মনটা উড়ে যায় রে
ভোরের পাখি যায় বলে যায়
ঘরে ফিরে আয় রে

শিউলী ঘ্রাণে রাতের তারায়
ছন্দ ফিরে আয় রে
শরত দিনে নীলের মায়ায়
খেলা করে যায় রে
bd protidin

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.