96 >আলাক Al-Alaq


Meaning: The ClotTotal Ayats: 19Total Ruku: 1Para: 30


#Ayat
1بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
2خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
3اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
4الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
5عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
6كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَىٰ
সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
7أَنْ رَآهُ اسْتَغْنَىٰ
এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
10عَبْدًا إِذَا صَلَّىٰ
এক বান্দাকে যখন সে নামায পড়ে?
আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
12أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ
অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
13أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ
আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
14أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ
সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
15كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
16نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
17فَلْيَدْعُ نَادِيَهُ
অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
18سَنَدْعُ الزَّبَانِيَةَ
আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
19كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩
কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.