93 >>>আদ্ব-দ্বোহা Adh-Dhuha

Meaning: The Forenoon - AfterTotal Ayats: 11Total Ruku: 1Para: 30


Ayat
1بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالضُّحَىٰ
শপথ পূর্বাহ্নের,
2وَاللَّيْلِ إِذَا سَجَىٰ
শপথ রাত্রির যখন তা গভীর হয়,
3مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
4وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ
আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
5وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
6أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ
তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
7وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ
তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
8وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ
তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
9فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;
10وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
সওয়ালকারীকে ধমক দেবেন না।
11وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.