Love You Nila!

ছেলে: কাল কলেজ আসবি?
মেয়ে: না।
ছেলে: কেন?
মেয়ে: কাল আমাকে ছেলে পক্ষ থেকে দেখতে আসবে!
ছেলে: কি?
মেয়ে: কানে কম শুনিস নাকি,কাল আমাকে ছেলে
পক্ষ থেকে দেখতে আসবে!
ছেলে: তুই বিয়ে করতেছিস?
মেয়ে: হুম।
ছেলে: তুই বিয়ে করতেছিস আমাকে আগে
বলিস নি তো!
মেয়ে: কেন তুই আমার কে,যে তোকে আগে থেকে বলতে হবে?
ছেলে: কেউ না?
মেয়ে: না।
ছেলে: কেউ না? (মন খারাপ করে!)
মেয়ে: নাহহহহ। (রেগে গিয়ে!)
ছেলে: আচ্ছা তুই কি এই বিয়ে রাজি আছিস?
মেয়ে: জানিনা!
ছেলে: তুই যে বলেছিলি তুই একজনকে ভালবাসিস?
মেয়ে: আর বাসি না!
ছেলে: এই তোর ভালবাসা?
মেয়ে: দেখ আমার ভালবাসায় কোনো কমতি
ছিলনা বুঝেছিস,শুধু মাত্র তাকে বলতে পারিনি!
আর এটাই ছিল আমার সব থেকে বড় ভুল!
ছেলে: আচ্ছা ছেলেটা কি জানত যে তুই ওকে ভালবাসিস?
মেয়ে: জানিনা!
ছেলে: যদি ওই ছেলে এখন এসে বলে I  You নীলা তাহলে তুই কি করবি?
মেয়ে: আগে তো কানে নিচে কয়েকটা থাপ্পর লাগাবো তার পর কথা!
ছেলে: এই নীলা দেখ তোকে ওই ছেলেটা ডাকছে!
মেয়ে: পিছে ফিরে দেখে কেউ নাই।
.
তাড়াতাড়ি করে নিলয় ব্যাগ থেকে গোলাপটা বের
করে হাটু গেড়ে বসে I
Love You Nila!
.
নীলা কি করবে,আর কি বলবে কিছুই বুঝতে পারছেনা।শুধু তার চোখ
দিয়ে পানি ঝড়ছে!
কিন্তু এই পানি দুঃখের নয়,
তার প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার কান্না!
আর ভালবাসার বন্ধন এটাই!


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.