নিরব ভালোবাসা

তুমি আমাকে যতই কষ্ট দাও....... 
আমি তোমাকে আপন করে নেবো, 
তুমি আমাকে যতই দুঃখ দাও...... 
আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো, 
তুমি যদি আমাকে ভালোবাসা দাও..... 
তোমাকে এই বুকে জড়িয়ে নেবো, 
আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও, 
আমি তোমাকে সারাটি জীবন.......
 নিরবে ভালোবেসে যাবো.......!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.