প্রেম চাই

প্রেম চাই
- ibrahim khalil
আমার কিছু প্রেম দরকার,
সামান্য কিছু প্রেম,
আছে নাকি কারো কাছে 
অতিরিক্ত কিছু প্রেম?

হালকা ধরনের মাঝারি গড়নের
 যেনতেন কিছু প্রেম, 
সুদর্শণ না হলেও ক্ষতি নেই,
আদরে যতনে লালনে পালনে সুশ্রি এনে দেব,
ফুলঝুরি প্রেম না হলেও দোস নেই 
জীর্ণ শীর্ণ রংচটা অথবা খসখসে প্রেমও হতে পারে,
আমি রংধনু থেকে সাতরং এনে রাঙায়ে দেব তারে,
আমার সামান্য কিছু প্রেম 

দরকার শুধু সামান্য কিছু প্রেম,
অনেকের তো অনেক কিছুই আছে
 অনেকে তো অনেক কিছুই চায়,
কারোরতো বুক ভরা মহাকাশ আছে,
আমারও আছে পাহাড় সমতুল্য অনেক কিছুই,
আছে একবুক মহাসাগর,
হিমশিতল নিরাবতা,
আমার কিছুই চাই না আর, 
শুধু সামান্য কিছু প্রেম দরকার, 
সামান্য কিছু প্রেম পেলেই ছুতে যাবো নিলাকাশ,
ততটুকু প্রেম ঠিক যতটুকু না হলেই নয় 
আমার ঠিক অতটুকুই প্রেম দরকার,
আছে নাকি কারো কাছে অতিরিক্ত কিছু প্রেম?


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.