বাষ্পীভূত অভিমান
বাষ্পীভূত অভিমান
- নির্বাসন
দাঁড়িয়ে আছি আমি দরজার এপাশে মনে শত দ্বিধা নিয়ে
তোমার দরজায় কড়া নাড়ব বলে
একবার হাত ওঠে আবার অভিমানে নেমে যায়
না থাক আজকে নয়, অন্য কোন দিন।
কি জানি তুমি কি দরজার ওপাশে দাঁড়িয়ে আছ
প্রতীক্ষার প্রহর গুনে দরজার কড়া নাড়ার শব্দ শুনবে বলে
তোমার মনেও যে হাজার অভিমানের দেয়াল আজ
মনে মনে কড়া নাড়ার শব্দ কি পাও
নাকি মনের ভেতর এখনো অন্ধ রাগের কানাড়া রাগিণী
বেজে যাচ্ছে তোমার মনে আজো?
দাঁড়িয়ে আছি আমি দরজার এপাশে মনে শত দ্বিধা নিয়ে
তোমার দরজায় কড়া নাড়ব বলে
একবার হাত ওঠে আবার অভিমানে নেমে যায়
না থাক আজকে নয়, অন্য কোন দিন।
কি জানি তুমি কি দরজার ওপাশে দাঁড়িয়ে আছ
প্রতীক্ষার প্রহর গুনে দরজার কড়া নাড়ার শব্দ শুনবে বলে
তোমার মনেও যে হাজার অভিমানের দেয়াল আজ
মনে মনে কড়া নাড়ার শব্দ কি পাও
নাকি মনের ভেতর এখনো অন্ধ রাগের কানাড়া রাগিণী
বেজে যাচ্ছে তোমার মনে আজো?


কোন মন্তব্য নেই