আমার পৃথিবীতে স্বর্গ নেমে আসে !!
"একটা মানুষের কত ক্ষমতা, মানুষটা নিজেও জানে না ...
তার ছোট্ট একটা দীর্ঘশ্বাসে আমার পুরো পৃথিবীটা ঝড়ের মত ওলটপালট হয়ে যায় ... তার একটুখানি অভিমানের আগুনে আমার জগতটা পুড়ে ছারখার হয়ে যায় !!
তার কন্ঠস্বর আমার পৃথিবীতে সুন্দরতম সিম্ফোনির মত ধ্বনিত হয় ... আমি কান পেতে রই ... আমি মুগ্ধ হয়ে শুনি ... মানুষটা যখন হাসে, আমার পৃথিবীতে স্বর্গ নেমে আসে !!
মাঝে মাঝে অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাই না ... চোখেমুখে জ্বলজ্বল করতে থাকা আনন্দ ... ঠোঁটের কোণে এক বিন্দু স্বচ্ছ শিশিরবিন্দুর মত ফুটে ওঠা হাসি ... কিংবা চোখের ভেতরটাতে সযতনে লুকানো টলমল করতে আনন্দের অশ্রু ... এই অনুভূতিগুলো প্রকাশ করার মত কোন ভাষা এই পৃথিবীতে নেই !!
একটা মানুষ আরেকটা মানুষের অনুভূতির সামান্যতমও বুঝতে পারে না ... যদি বুঝতে পারতো, তাহলে হয় পৃথিবীটা সবচেয়ে বেশি ভালোবাসাময় হতো ...
নাহয় সবচেয়ে বেশি নিষ্ঠুর হতো !!
তার ছোট্ট একটা দীর্ঘশ্বাসে আমার পুরো পৃথিবীটা ঝড়ের মত ওলটপালট হয়ে যায় ... তার একটুখানি অভিমানের আগুনে আমার জগতটা পুড়ে ছারখার হয়ে যায় !!
তার কন্ঠস্বর আমার পৃথিবীতে সুন্দরতম সিম্ফোনির মত ধ্বনিত হয় ... আমি কান পেতে রই ... আমি মুগ্ধ হয়ে শুনি ... মানুষটা যখন হাসে, আমার পৃথিবীতে স্বর্গ নেমে আসে !!
মাঝে মাঝে অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাই না ... চোখেমুখে জ্বলজ্বল করতে থাকা আনন্দ ... ঠোঁটের কোণে এক বিন্দু স্বচ্ছ শিশিরবিন্দুর মত ফুটে ওঠা হাসি ... কিংবা চোখের ভেতরটাতে সযতনে লুকানো টলমল করতে আনন্দের অশ্রু ... এই অনুভূতিগুলো প্রকাশ করার মত কোন ভাষা এই পৃথিবীতে নেই !!
একটা মানুষ আরেকটা মানুষের অনুভূতির সামান্যতমও বুঝতে পারে না ... যদি বুঝতে পারতো, তাহলে হয় পৃথিবীটা সবচেয়ে বেশি ভালোবাসাময় হতো ...
নাহয় সবচেয়ে বেশি নিষ্ঠুর হতো !!


কোন মন্তব্য নেই