হাযার বছর আগে দেওয়া ধর্ষণ থেকে মুক্তির সবচেয়ে উপযুক্ত বিধান

কোন মেয়ে যেন কোন ছেলের সাথে মাহরাম ছাড়া একত্রিত না হয়। কোন মহিলা যেন মাহরাম ছাড়া সফর না করে। একজন জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! আমার স্ত্রী হজ্জের সফরে বের হয়েছে আর আমি উমুক যুদ্ধের জন্য নাম লেখিয়েছি। আমি কি করতে পারি? রাসুল ছা: বললেন তুমি (জিহাদ ছেড়ে) স্ত্রীর সাথে হজ্জে যাও। ছহীহ বুখারী, ৩০০৬, মুসলিম-১৩৪১।
ব্যাখ্যা:

মাহরাম কি? যার সাথে বিবাহ হারাম যেমন নিজ ছেলে, নিজ পিতা।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.