চিকিৎসকের চেম্বারে ক্ষিপ্ত রোগী

চিকিৎসকের চেম্বারে ক্ষিপ্ত রোগীর পদচারণা..... 
রোগী- (তুমুল রেগে)-- (চিকিৎসকের কলার চেপে ধরে)- মশায় কি ওষুধ দিয়েছেন? বলেছিলেন ১০ দিন ধরে এই উত্তেজক বর্ধক ওষুধ সেবন করলে আমার কাম-বাসনা জেগে উঠবে। বউকে আমার ক্য়াটরিনা কাইফ বলে মনে হবে! ১৫ দিন হয়ে গেল কোনও ফল নেই। 
চিকিৎসক-- (অত্যন্ত গুরু গম্ভীর গলায়) এটা হচ্ছেটা কী? বলছি জামার কলার ছাড়ুন। কী ভাবে ওষুধটা খেয়েছেন? এটা আগে বলুন।
 রোগী- কেন ওষুধ খেয়ে ঝাঁকিয়ে নিতে বলেছিলেন। আমিও সেভাবে খেয়েছি।
 চিকিৎসক- আরে ঝাঁকিয়ে খেলে আপনার সমস্যা তো থাকার কথা নয়! কী ভাবে ঝাঁকিয়েছেন? 
রোগী- মহা মুস্কিল! আরে বাবা ওষুধ খেয়ে ১৫ তলা ফ্ল্যাটের জানলা দিয়ে রেন-পাইপ ধরে ওটা-নামা করেছি। এক-এক বারে কম করেও ৫ বার। 
চিকিৎসক- মানে, আপনাকে তো ওষুধের বোতল ঝাঁকিয়ে নিতে বলেছিলাম। এতে ওষুধটা ভাল করে দ্রবীভূত হয়। রোগী- আরে, ওষুধু পেটে গেলে ঝাঁকালে তো শরীরের সর্বত্র ছড়িয়ে পড়বে। তাই আমি অ্যাডভান্স-ঝাঁকুনি দিয়েছি রেল-পাইপ দিয়ে ওঠা-নামা করে। Related image

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.