ঘুমের মধ্যে কথা বলতে থাকে

ডাক্তারের চেম্বারে গেছেন এক নারী -

নারী: ডাক্তার সাহেব, রোগ আমার না, আমার স্বামীর। 

ডাক্তার: তাই নাকি! বলেন তো দেখি কী সমস্যা?

নারী: মানে বেচারা বিষয়টা জানলে লজ্জা পাবে তাই তার অগোচরে চিকিৎসাটা সারতে চাই।

ডাক্তার: সমস্যাটা বলুন, প্লিজ।

নারী: ও ঘুমের মধ্যে কথা বলতে থাকে। প্রতিদিন হচ্ছে এই সমস্যা। এর সমাধান কী বলুন, প্লিজ...

ডাক্তার: তিনি যখন জেগে থাকেন তখন তাকে কথা বলার সুযোগ করে দিন!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.