আমাকে তোমার ইরেজার টা ধার দেবে..?
ভালবাসার ইরেজার
I.K
I.K
আমাকে তোমার ইরেজার টা ধার
দেবে..?
কিছুতেই মুছতে পারছিনা..!
কথা দিচ্ছি স্মৃতি টুকু মুছেই আবার
ফেরত দেব..!
তোমার দারুন এই ইরেজার টা..!
কতো সুন্দর করে কখন
যে মুছে ফেলেছ..!
তোমার হৃদয়ের পাতা..
একটুও দাগ নেই তাতে..!
কথা দিচ্ছি ফেরত
দেবো...মুছে ফেলেই..!
কতো চেষ্টা করলাম..!
কিছুতেই মুছতে পারিনি আমি..
জানো কেমন ছাল
উঠে গেছে..আর তা থেকে অবিরত
রক্ত
ক্ষরন হচ্ছে!
হৃদয়ের পাতায়..?
আঁচরে আঁচরে ক্ষত বিক্ষত
হয়ে গেছে..!
তবুও মুছতে পারিনি..!
আর দেখো..
তোমার হৃদয়ের পাতা কতো ঝক
ঝকে..!
আর আরো নতুন কতো কিছু লিখেছ তার
পরে..!
ইরেজার টা দেবে কিন্তু..!
ইরেজার টা দিয়েছ যে এটাও
মুছে ফেলো না হয় মন থেকে
তারপরে..!...
দেবে..?
কিছুতেই মুছতে পারছিনা..!
কথা দিচ্ছি স্মৃতি টুকু মুছেই আবার
ফেরত দেব..!
তোমার দারুন এই ইরেজার টা..!
কতো সুন্দর করে কখন
যে মুছে ফেলেছ..!
তোমার হৃদয়ের পাতা..
একটুও দাগ নেই তাতে..!
কথা দিচ্ছি ফেরত
দেবো...মুছে ফেলেই..!
কতো চেষ্টা করলাম..!
কিছুতেই মুছতে পারিনি আমি..
জানো কেমন ছাল
উঠে গেছে..আর তা থেকে অবিরত
রক্ত
ক্ষরন হচ্ছে!
হৃদয়ের পাতায়..?
আঁচরে আঁচরে ক্ষত বিক্ষত
হয়ে গেছে..!
তবুও মুছতে পারিনি..!
আর দেখো..
তোমার হৃদয়ের পাতা কতো ঝক
ঝকে..!
আর আরো নতুন কতো কিছু লিখেছ তার
পরে..!
ইরেজার টা দেবে কিন্তু..!
ইরেজার টা দিয়েছ যে এটাও
মুছে ফেলো না হয় মন থেকে
তারপরে..!...

কোন মন্তব্য নেই