ভালবাস মোর গান।

আমায় নহে গো ভালবাস শুধু
ভালবাস মোর গান।
বনের পাখিরে কে চিনে রাখে
গান হলে অবসান।।

চাঁদেরে কে চায়, জোছনা সবাই দেখে
গীত শেষে বীণা পড়ে থাকে ধুলিমাঝে
তুমি বুঝিবে না, বুঝিবে না
আলো দিতে কত পড়ে
কত প্রদীপের প্রাণ!!


যে কাঁটা লতার আঁখিজল হায়
ফুল হয়ে উঠে ফোটে
ফুল নিয়ে তারে দিয়েছ কি কিছু
শুন্যে পদ্ম ফোটে?


সবাই ত্রিষ্ণা মিঠায় নদীর জলে
কি ত্রিষ্ণা জাগে, সে নদীর হিয়াতলে
বেদনার মহাসাগরের মাঝে
কর সন্ধান।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.