রাতে ঘুমানোর আগে এই ৩টি সূরা পড়ে ঘুমাবে তাহলে আপনার কোন সমস্যা হবে না। ইনশা আল্লাহ।

রাতে ঘুমানোর আগে এই ৩টি সূরা
পড়ে ঘুমাবে তাহলে আপনার কোন
সমস্যা হবে না। ইনশা আল্লাহ।
•••••••••••••••••••••••••••••••••••••••••••••
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু।
ﻗُﻞْ ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺃَﺣَﺪٌ
( কুল্ হুওয়াল্লা-হু আহাদ্ )
০১/ বল, তিনিই আল্লাহ, এক-
অদ্বিতীয়।
ﺍﻟﻠَّﻪُ ﺍﻟﺼَّﻤَﺪ
( আল্লা-হুচ্ছমাদ্ )
০২/ আল্লাহ কারো মুখাপেক্ষী নন,
সকলেই তাঁর মুখাপেক্ষী।
ﻟَﻢْ ﻳَﻠِﺪْ ﻭَﻟَﻢْ ﻳُﻮﻟَﺪ
( লাম্ ইয়ালিদ্ অলাম্ ইয়ূলাদ্)
০৩/ তিনি কাউকে জন্ম দেননি এবং
তাঁকেও জন্ম দেয়া হয়নি।
ﻭَﻟَﻢْ ﻳَﻜُﻦْ ﻟَﻪُ ﻛُﻔُﻮًﺍ ﺃَﺣَﺪ
( ওয়া লাম্ ইয়া কুল্লাহূ কুফুওয়ান্
আহাদ্ )
০৪/ আর তাঁর কোন সমকক্ষও নেই।
______________________________
_____________
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু।
ﻗُﻞْ ﺃَﻋُﻮﺫُ ﺑِﺮَﺏِّ ﺍﻟْﻔَﻠَﻖِ
( কুল্ আ‘ঊযু বিরব্বিল্ ফালাক্বি।)
০১/বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি
প্রভাতের পালনকর্তার,
ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﺧَﻠَﻖ
( মিন্ শাররি মা-খলাক্ব )
০২/তিনি যা সৃষ্টি করেছেন, তার
অনিষ্ট থেকে ,
ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻏَﺎﺳِﻖٍ ﺇِﺫَﺍ ﻭَﻗَﺐ
(ওয়া মিন্ শাররি গ-সিক্বিন্ ইযা-
ওয়া ক্বাব্। )
০৩/অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে,
যখন তা সমাগত হয় ,
ﻭَﻣِﻦ ﺷَﺮِّ ﺍﻟﻨَّﻔَّﺎﺛَﺎﺕِ ﻓِﻲ ﺍﻟْﻌُﻘَﺪِ
( ওয়া মিন্ শাররি ন্নাফ্ফা-ছা-তি
ফিল্ ‘উক্বদ্।)
০৪/গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে
জাদুকারিনীদের অনিষ্ট থেকে
ﻭَﻣِﻦ ﺷَﺮِّ ﺣَﺎﺳِﺪٍ ﺇِﺫَﺍ ﺣَﺴَﺪَ
( ওয়া মিন্ শাররি হা-সিদিন্ ইযা-
হাসাদ্। )
০৫/এবং হিংসুকের অনিষ্ট থেকে
যখন সে হিংসা করে।
______________________________________
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু।
ﻗُﻞْ ﺃَﻋُﻮﺫُ ﺑِﺮَﺏِّ ﺍﻟﻨَّﺎﺱِ
( কুল্ আ‘ঊযু বিরব্বিন্না-স্ )
০১/ বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি
মানুষের পালনকর্তার,
ﻣَﻠِﻚِ ﺍﻟﻨَّﺎﺱِ
( মালিকিন্না-স্ )
০২/ মানুষের অধিপতির,
ﺇِﻟَﻪِ ﺍﻟﻨَّﺎﺱِ
( ইলা-হি ন্না-স )
০৩/ মানুষের মা’বুদের
ﻣِﻦ ﺷَﺮِّ ﺍﻟْﻮَﺳْﻮَﺍﺱِ ﺍﻟْﺨَﻨَّﺎﺱِ
( মিন্ শাররিল ওয়াস্ ওয়া-সিল্
খান্না-স্ )
০৪/ তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা
দেয় ও আত্নগোপন করে,
ﺍﻟَّﺬِﻱ ﻳُﻮَﺳْﻮِﺱُ ﻓِﻲ ﺻُﺪُﻭﺭِ ﺍﻟﻨَّﺎﺱِ
( আল্লাযী ইউওয়াস্ওয়িসু ফী
ছুদূরিন্না-স্ )
০৫/ যে কুমন্ত্রণা দেয় মানুষের
অন্তরে

ﻣِﻦَ ﺍﻟْﺠِﻨَّﺔِ ﻭَ ﺍﻟﻨَّﺎﺱِ
( মিনাল্ জ্বিন্নাতি ওয়া ন্না-স )
০৬/ জ্বিনের মধ্য থেকে অথবা
মানুষের মধ্য থেকে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.